বাণী
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান — জপে তোমারি নাম। তারায় গাঁথা তস্বি ল’য়ে নিশীতে আসমান — জপে তোমারি নাম।। ফুলের বনে নিতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া, হাতে ল’য়ে ফুলকুঁড়ির তস্বি ফুলের বাগান — জপে তোমারি নাম।। সাঁঝ সকালে কোকিল পাপিয়া মধুর তব নাম ফেরে গাহিয়া, ছল ছল সুরে ঝর্নার ধারা নদীর কলতান — জপে তোমারি নাম।। বৃষ্টি ধারার তস্বি ল’য়ে তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে, সাগর-কল্লোল, সমীর-হিল্লোল বাদল ঝড়-তুফান — জপে তোমারি নাম।।