বাণী
এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগ ও তাল
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
এলে কি বঁধু ফুল-ভবনে। মেলিয়া পাখা নীল গগনে।। একা কিশোরী লাজ বিসরি’ তোমারে স্মরি সঙ্গোপনে, এসো গোধূলির রাঙা লগনে।। পাতার আসন শাখায় পাত, বালিকা কলির মালিকা গাঁথ, দিনু গন্ধ-লিপি ভোর-পবনে।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা
কুসুম-সুকুমার শ্যামল তনু হে ফুল-দেবতা লহ প্রণাম। বিটপী লতায় চিকন পাতায় ছিটাও হাসি কিশোর শ্যাম।। পূজার থালা এ অর্ঘ্য-ডালা এনেছি দিতে তোমার পায় দেহ শুভ বর কুসুম-সুন্দর হোক নিখিল নয়নাভিরাম এ বিশ্ব বিপুল কুসুম-দেউল হোক তোমার ফুল কিশোর মুরলী করে এসো গোলক-বিহারী হোক ভূ-লোক আনন্দ-ধাম।।
নাটকঃ‘সাবিত্রী’
রাগঃ বাগেশ্রী-সিন্ধু
তালঃ কাহার্বা
১.

২.

ভাঙা মন (আর) জোড়া নাহি যায় ওগো ঝরা ফুল আর ফেরে না শাখায়।। শীতের হাওয়ায় তুষার হয়ে গলি' খরতাপে বারি যায় ব'য়ে গলে নাক' আর হৃদয়-তুষার এ উষ্ণ ছোঁওয়ায় ।। গাঁথি' ফুলমালা নাহি দিয়া গলে শুকালে নিঠুর তব মুঠি-তলে, হাসিবে না সে ফুল শত আঁখি-জলে আর সে শোভায়। স্রোতের সলিলে যে বাঁধ বাঁধিলে ভাঙিয়ে সে বাঁধ তোমারে ভাসায়।।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ আদ্ধা

ফিরে আয়, ঘরে ফিরে আয় পথহারা, ওরে ঘর-ছাড়া, ঘরে আয় ফিরে আয়।। ফেলে যাওয়া তোর বাঁশরি, রে কানাই — কাঁদে লুটায়ে ধুলায়, ফিরে আয় ঘরে আয়।। ব্রজে আয় ফিরে ওরে ও কিশোর কাঁদে বৃন্দাবন কায়দে রাখা তোর বাঁধিব না আর ওরে ননী-চোর অভিমানী ফিরে আয়।।
রাগঃ
তালঃ কাহার্বা

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী যৌবন-লাবনি অঙ্গে বিথারি’। কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ, চকিত চাহনি হানে চতুরা শিকারী।। চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায় আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়, রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি।।
রাগঃ কাফি
তালঃ ত্রিতাল

নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢু’লে (লো)। বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে দোলন-খোঁপা খুলে (লো)।। শুনে এই মাদল-বাজা নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে — শালুকের কাঁকাল ধ’রে তাল-পুকুরের জলে হে’লে দু’লে (লো)।। আঁউরে গেল ঝুম্কো জবা লেগে গরম গালের ছোঁওয়া বাঁশি শুনে ঘুলায় মনে কয়লা-খাদের ধোঁওয়া (লো)। সই নাচ ফুরালে ফিরে’ ঘরে, রাত কাটাব কেমন ক’রে পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু’টি টুলটুলে (লো)।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
শিল্পীঃ নুসরাত জাহান রুনা
