বাণী
এস প্রিয় আরো কাছে পাইতে হৃদয়ে এ বিরহী মন যাচে।। দেখাও প্রিয় ঘন ও রূপ মোহন যে রূপে প্রেমাবেশে পরান নাচে।।
রাগ ও তাল
রাগঃ দেশী
তালঃ ত্রিতাল
ভিডিও
স্বরলিপি

এস প্রিয় আরো কাছে পাইতে হৃদয়ে এ বিরহী মন যাচে।। দেখাও প্রিয় ঘন ও রূপ মোহন যে রূপে প্রেমাবেশে পরান নাচে।।
রাগঃ দেশী
তালঃ ত্রিতাল

কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে, হে প্রিয় মোর। নিভে গেছে কত তপন-চাঁদ তোমারে খুঁজিয়া, হে মন চোর।। কত গ্রহে, প্রিয়, কত তারায় তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়! চাহ এ নয়নে হেরিবে তায়, সে-দূর স্মৃতির স্বপন-ঘোর।। আজো অপূর্ণ কত সে-সাধ অভিমানী তাহে সেধো না বাদ! না মিটিতে সাধ, স্বপন-চাঁদ, মিলনের নিশি ক’রো না ভোর।।
রাগঃ দুর্গা-মান্দ
তালঃ দাদ্রা
মাতল গগন-অঙ্গনে ঐ আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা।। আঁধার-অসুর-বক্ষপানে অরুণ-আলোর খড়গ হানে, মহাকালের ডম্বরূতে উঠল বেজে মা’র মহিমা।। সৃষ্টি-প্রলয় যুগল নূপুর বাজে শ্যামার যুগল পায়ে, গড়িয়ে পড়ে তারার মালা উল্কা হয়ে গগন-গায়ে। লক্ষ গ্রহের মুন্ডমালা দোলে গলে দোলে ঐ বজ্র-ভেরীর ছন্দ-তালে নাচে শ্যামা তাথৈ থৈ, অগ্নি-শিখায় ঝলকে ওঠে খড়গ-ঝরা লাল শোণিমা।।
রাগঃ মালকোষ
তালঃ রূপক

তুম আনন্দ ঘনশ্যাম ম্যয় হুঁ প্রেম-দিওয়ানী রাধা। বাঁশরি শুনকে তোরি আয়ি মধুবনমে না মানু কলঙ্ককি বাধা।। যুগ যুগান্ত অনন্তকাল সে হৃদয়-বৃন্দাবনে মে, তুমহারে হামরে এহি লীলা নাথ চলত রহি মনমে। মেরে সঙ্গ রোয়ে প্রেম বিগলিতা ভক্তি বিশাখা প্রীতি ললিতা, তুমকো যো চাহে মেরি তরহেসে রোয়ত জীব সমাধা।।
রাগঃ দুর্গা মিশ্র
তালঃ কাহার্বা

প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী গৌরী শিবে সিদ্ধি বিধায়িনী মহামায়া অম্বিকা আদ্যাশক্তি ধর্ম-অর্থ-কাম মোক্ষ-প্রদায়িনী।। শুম্ভ নিশুম্ভ বিমর্দিনী চন্ডী নমো নমঃ দশপ্রহরণ ধারিণী দেবী সৃষ্টি-স্থিতি-প্রলয়-বিধাত্রী জয় মহিষাসুর সংহারিণী। জয় দুর্গে, জয় দুর্গে।। যুগে যুগে দনুজ দলনী মহাশক্তি যোগনিদ্রা মধুকৈটভ নাশিনী বেদ-উদ্ধারিণী মণি-দীপ বাসিনী শ্রীরাম অবতারে বরাভয় দায়িনী। জয় দুর্গে, জয় দুর্গে।।
রাগঃ
তালঃ কাহার্বা

প্রেম ক্যাটারী লগ্ গ্যয়ি তোরে কারী কারী প্যয়ারে ভাঁওরে জোলাৎ হ্যায় যো নিসদিন ডারী ডারী।। শুনা প্যয়ারে ভ্যঁয়র ও প্রেম-কাহানী বাগমে যাতা হ্যায় প্রেম সে পাতা হ্যায় কয়া মানমেঁ ঠানী।। ফুলো সে ক্যয়া তুঝকো প্রেম হুয়া হ্যায় মেরী তারহা ক্যায়া তু প্রেমী বানা হ্যায় ত্যড়পত হ্যায় কিসকী তু বরহা মে নিসদিন পাই হ্যায় কিসসে হুয়ে প্রেমনিশানী।। ফুলমে হ্রায় গুলসে গ্যলো কি রং গাৎ মিলতি হ্যায় ইনসে প্রীতম কি প্যারী সুরাত ইসসে ম্যায় কারতিহু ফুলসে উলফত ফিরত হু ব্যন ব্যন ব্যনকে দিওয়ানী।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ ফেরদেৌস আরা
