বাণী
বরণ করেছি তারে সই বারণ ক’রো না মরম সঁপেছি তারে নিতে মরণ যাতনা।। গোপনে সঁপেছি মন গোপনে করি যতন, কাঁদে প্রাণ তারি তরে, মিলিতে বাসনা।।
রাগ ও তাল
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা
ভিডিও
স্বরলিপি

বরণ করেছি তারে সই বারণ ক’রো না মরম সঁপেছি তারে নিতে মরণ যাতনা।। গোপনে সঁপেছি মন গোপনে করি যতন, কাঁদে প্রাণ তারি তরে, মিলিতে বাসনা।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা

ঘন দেয়া গরজায় গো — কেঁদে ফেরে পূবালী বায়।। একা ঘরে মম ডর লাগে, কার বিধুর স্মৃতি মনে জাগে, বারি ধারে কাঁদে চারিধার, সে কোথায় আজি সে কোথায়।। গগনে বরষে বারি, তৃষ্ণা গেল না তবু আমারি, কোন্ দূর দেশে প্রিয়তম এ বিধুর বরষায়।।
রাগঃ মিশ্র মল্লার
তালঃ কাহার্বা

সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া। কে এলে কাহারে চাহিয়া।। মধুর লগনে অপরূপ বেশে কেন দাঁড়ালে মম দ্বারে এসে, দিনের শেষে ঝরা ফুলের দেশে — আসিলে চাঁদের তরণী বাহিয়া।। অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর নিরমিল তোমার মূরতি মনোহর, মনের পদ্ম-বনে বাণীর মধুকর — ‘সুন্দর! সুন্দর!’ — ওঠে গাহিয়া।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ ত্রিতাল

পিয়াসী প্রাণ তারে চায়, এনে দে তা’য়। জনম জনম বিরহী প্রাণ মম সাথিহীন পাখি সম কাঁদিয়া বেড়ায়।। চাঁদের দীপ জ্বালি’ খুঁজিছে আকাশ তা’রে না পেয়ে তাহার দিশা কাঁদে সে বাদল-ধারে। ঝরে অভিমানে ফুল তারে না-দেখতে পেয়ে, বহে কাঁদন-নদী পাষাণ গিরি বেয়ে। আসিব ব’লে সে গেছে চ’লে — (আমি) আজো আছি বেঁচে তা’রি আশায়।।
রাগঃ পিলু
তালঃ
সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায় কাল-নাগিনী ননদিনী দেখতে পাছে পায় (লো সখি)।। সই প্রানের গোপন কথা মম পিঞ্জরেরি পাখির সম পাখা ঝাপটিয়া কাঁদে বাহির হতে চায়।। পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে কানে কথা কয় আমার কথাই কইলো বুঝি মনে জাগে ভয় (সখি) আমি চাইতে নারি চোখে চোখে পাছে মনের কথা জানে লোকে। আমার একি হলো দায় সখি লুকানো না যায় সখি কাঙাল যেমন পেয়ে রতন থুইতে ঠাঁই না পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

এসো এসো রস-লোক বিহারী এসো মধুকর-দল। এসো নভোচারী — স্বপন-কুমার এসো ধ্যান-নিরমল।। এসো হে মরাল কমল-বিলাসী, বুলবুল পিক সুর-লোক-বাসী, এসো হে স্রষ্টা এসো অ-বিনাশী এসো জ্ঞান-প্রোজ্জ্বল।। দীওয়ানা প্রেমিক এসো মুসাফির — ধূলি-ম্লান তবু উন্নত শির, আমরা-অমৃত-জয়ী এসো বীর আনন্দ বিহ্বল।। মাতাল মানব করি’ মাতামাতি দশ হাতে যবে লুটে যশ খ্যাতি, তোমরা সৃজিলে নব দেশ জাতি অগোচর অচপল।। খেল চির-ভোলা শত ব্যথা স’য়ে সংঘাত ওঠে সঙ্গীত হ’য়ে, শত বেদনার শতদল ল’য়ে লীলা তব অবিরল।। ভুলি’ অবহেলা অভাব বিষাদ ধরণীতে আনো স্বর্গের স্বাদ, লভি’ তোমাদের পুণ্য প্রসাদ পেনু তীর্থের ফল।।
রাগঃ ভৈরবী
তালঃ একতাল