বাণী
তুমি ভাগিয়াছ ভাগ্লুয়া দলের সাথে। (হায় প্রিয়া!) তুমি যে ভেগেছ ভাগ্লুয়া দলের সাথে। নিয়ে গেছ হায় বাক্সের চাবি দিয়েছ দাদার হাতে।। বোমা না পড়িতে বাপের বাড়িতে ছুট দিলে স্বামীরে ভুলে, আমি পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে। এখন পথে ফিরি হায়, কর্পোরেশনের ষাঁড় যেন কলকাতাতে।। যখন ভালুক নাচাতে এই স্বামী লয়ে (তখন) ভুলেছিলে বাবা দাদা; (তখন) তোমার বেণীটি আমার টিকি-টি একদিকে ছিল বাঁধা। সে-বেণী খুলিল সে-টিকি ছিঁড়িল ঘরের উনুন নিভিল; আমি আবার প্রেমের হাট বসাব ফিরে এসো হাটখোলাতে।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ কাহার্বা
স্বরলিপি




