বাণী
তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়। ওগো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়।। নহে ঐ এক হিয়ার সমান হাজার কাবা হাজার মস্জিদ; কি হবে তোর কাবার খোঁজে, আশয় খোঁজ তোর হৃদয় ছায়ায়।। প্রেমের আলোয় যে দিল্ রোশন, যেথায় থাকুক সমান তাহার — খোদার মস্জিদ মুরত–মন্দির ঈসাই–দেউল ইহুদ–খানায়।। অমর তার নাম প্রেমের খাতায় জ্যোতির্লেখায় রবে লেখা, দোজখের ভয় করে না সে, থাকে না সে বেহেশ্ত্ আশায়।।