আশা

  • ঢের কেঁদেছি ঢের সেধেছি

    বাণী

    	ঢের কেঁদেছি ঢের সেধেছি, আর পারিনে, যেতে দে তাঁ’য়।
    	গ’ল্‌ল না যে চোখের জলে গ’ল্‌বে কি সে মুখের কথায়।।
    		যে চ’লে যায় হৃদয় দ’লে
    		নাই কিছু তার হৃদয় ব’লে,
    	তারে মিছে অভিমানের ছলে — ডাক্‌তে আরো বাজে ব্যথায়।।
    		বঁধুর চ’লে যাওয়ার পরে
    		কাঁদব লো তার পথে প’ড়ে,
    তার	চরণ-রেখা বুকে ধ’রে — শেষ করিব জীবন সেথায়।।
    
  • বাঁশি বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা

    বাণী

    বাঁশি বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা
    তব পথ চাহি ভারত-যশোদা কাঁদিছে নিরালা।।
    কৃষ্ণা-তিথির তিমির হারী; শ্রীকৃষ্ণ এসো, এসো, মুরারি
    ঘরে ঘরে আজ পুতনা ভীতি হানিছে কালা।।
    কংস-কারার ভাঙো ভাঙো দ্বার
    দেবকীর বুকের পাষাণ ভঅর নামাও নামাও
    যুগ যুগ সম্ভব পুর্ণাবতার!
    নিরানন্দ এ দেশ হাসুক আবার, আনন্দে হে নন্দলালা।।