বারোয়াঁ

  • তব যাবার বেলা ব’লে যাও

    বাণী

    তব যাবার বেলা ব’লে যাও মনের কথা।
    কেন কহিতে এসে চলে যাও চাপিয়া ব্যথা।।
    কেন এনেছিলে ফুল আঁচলে দিতে কাহারে,
    কেন মলিন ধূলায় ছড়ালে সে ফুল অযথা।।
    পরি’ খয়েরী শাড়ি আসিলে সাঁঝের আঁধারে,
    ওকি ভুল সবই ভুল, নয়নের ও-বিহ্বলতা।।
    তুমি পুতুল ল’য়ে খেলেছ বালিকা-বেলা,
    বুঝি আমারে ল’য়ে তেমনি খেলিলে খেলা।
    তব নয়নের জল সে কি ছল, জানাইয়া যাও,
    এই ভুল ভেঙ্গে দাও সহে না এ নীরবতা।।
    

    ১. পিলু-সিন্ধু — কাহার্‌বা ২. যাও

  • দিও ফুলদল বিছায়ে পথে

    বাণী

    দিও ফুলদল বিছায়ে পথে বঁধুর আমার।
    পায়ে পায়ে দলি’ ঝরা সে-ফুলদল আজি তার অভিসার।।
    	আমার আকুল অশ্রুবারি দিয়ে
    	চরণ দিও তার ধোয়ায়ে,
    মম পরান পুড়ায়ে জ্বেলো দীপালি তাহার।।
    
  • মুসাফির মোছ্‌ রে আঁখি–জল

    বাণী

    মুছাফির! মোছ্ রে আঁখি-জল
    		ফিরে চল আপনারে নিয়া
    আপনি ফুটেছিল ফুল
    		গিয়াছে আপ্‌নি ঝরিয়া।।
    রে পাগল! একি দুরাশা,
    জলে তুই বাঁধ্‌বি রে বাসা!
    মেটে না হেথায় পিয়াসা
    		হেথা নাই তৃষা-দরিয়া।।
    বরষায় ফুটল না বকুল
    পউষে ফুট্‌বে কি সে ফুল (রে)
    এ পথে ঝরে সদা ভুল
    		নিরাশার কানন ভরিয়া।।
    রে কবি! কতই দেয়ালি
    জ্বালিলি তোর আলো জ্বালি’
    এলো না তোর বনমালী
    		আধাঁর আজ তোরই দুনিয়া।।