ভূপালী

  • কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে

    বাণী

    কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে।
    সহস্র দল জীবন কমল দোলে রে যার চরণ-তলে।।
    	কে বলে মোর মা-কে কালো,
    	মায়ের হাসি দিনের আলো
    মায়ের আমার গায়ের জ্যোতি গগন পবন জলে স্থলে।।
    শিবের বুকে চরণ যাঁহার কেশব যাঁরে পায় না ধ্যানে,
    শব নিয়ে সে রয় শ্মশানে কে জানে কোন অভিমানে।
    	সৃষ্টিরে মা রয় আবরি'
    	সেই মা নাকি দিগম্বরী?
    তাঁরে অসুরে কয় ভয়ঙ্করী ভক্ত তাঁয় অভয়া বলে।।
    
  • শ্যামা নামের লাগলো আগুন

    বাণী

    শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
    যত জ্বলি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে।।
    		ভক্তি আমার ধূমের মত
    		উর্দ্ধে ওঠে অবিরত,
    শিব–লোকের দেব–দেউলে মা’র শ্রীচরণ পরশিতে।।
    ওগো অন্তর–লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ–সুবাসে,
    মা’র হাসিমুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে।
    		যা কিছু মোর পুড়ে কবে
    		চিরতরে ভস্ম হবে
    মা’র ললাটে আঁকব তিলক সেই ভস্ম–বিভূতিতে।।