চাঁদনী কেদারা

  • চাঁদিনী রাতে মল্লিকা লতা

    বাণী

    চাঁদিনী রাতে মল্লিকা লতা।
    আবার কহিতে চাহে কোন কথা।।
    আবার ভ্রমর-নূপুর বাজে
    কী যেন হারানো হিয়ার মাঝে,
    আবার বেণুর উতলা রবে ব্যাকুল হ’য়ে
    ওঠে গোপন ব্যথা।।
    তনুর পিঞ্জর ভাঙিয়া কেন হায়,
    না-জানা-আকাশে হৃদয় যেতে চায়।
    বায়ুরে ডেকে বলে, বহিতে নারি আর
    যে দিল, তা’রে দিও সুরভি মধু-ভাব,
    কৃপা কর, আমি ঝরিয়া ম’রে যাই
    সহিতে পারি না মাটির মমতা।।
    
  • তরুণ অশান্ত কে বিরহী

    বাণী

    তরুণ অশান্ত কে বিরহী।
    নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় —
    দ্বারে হানিছ কর রহি রহি।।
    ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা
    কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা
    	চোখে আশা-বিদ্যুৎ
    	এলে কোন মেঘদূত,
    বিধূর বঁধূর মোর বারতা বহি’।।