দাদ্‌রা

  • অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে

    বাণী

    অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
    নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥
    		ভেজা মাটির গন্ধ সনে
    		তোমার স্মৃতি আনে মনে,
    বাদ্‌লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥
    হঠাৎ বনে আস্‌ল ফুলের বন্যা পল্লবেরই কূলে,
    নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্‌ল দুলে দুলে।
    নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে,
    মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥
    

  • অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম

    বাণী

    অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম নামের তরী
    মায়া মোহের ঝড় বাদলে এবার আমি ভয় না করি।
    	যে নাম লেখা তারায় তারায়
    	যে নাম ঝরে অশ্রুধারায়
    যাত্রা শুরু সেই নামেরি জপমালা বক্ষে ধরি।।
    এই আঁধারের অন্তরালে লক্ষ রবি চন্দ্র জ্বলে
    নিত্য ফোটে আলোর কমল জানি তোমার চরণ তলে।
    	এবার ওগো অশিব নাশন
    	থামাও তোমার ঢেউর নাচন
    সেই ত অমর মরণ যদি ধ্যান সাগরে ডুবে মরি।।
    
  • অন্নপূর্ণা মা এসেছে অন্নহীনের ঘর

    বাণী

    অন্নপূর্ণা মা এসেছে অন্নহীনের ঘর
    উলু দে রে শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর।।
    		তপস্যাহীন পাপীর দেশে
    		মা এসেছে ভালোবেসে,
    বিনা পূজায় মায়ের রূপে এলো বিধির বর।।
    

    নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’

  • অরুণ-রাঙা গোলাপ-কলি

    বাণী

    অরুণ-রাঙা গোলাপ-কলি
    	কে নিবি সহেলি আয়।
    গালে যার গোলাপী আভা
    	এ ফুল-কলি তারে চায়।।
    ডালির ফুল যে শুকায়ে যায়
    কোথায় লায়লী, শিরী কোথায়
    কোথায় প্রেমিক বিরহী মজনু
    	এ ফুল দেব কাহার পায়।।
    পূর্ণ চাঁদের এমন তিথি
    ফুল-বিলাসী কই অতিথি
    বুলবুলি বিনে এ গুল্‌ যে
    	অভিমানে মুরছায়।।
    
  • আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

    বাণী

    	আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
    	আমার কথার ফুল গো,
    	আমার গানের মালা গো —
    			কুড়িয়ে তুমি নিও।।
    	আমার সুরের ইন্দ্রধনু
    	রচে আমার ক্ষণিক তনু,
    	জড়িয়ে আছে সেই রঙে মোর
    			অনুরাগ অমিয়।।
    আমার	আঁখি-পাতায় নাই দেখিলে
    			আমার আঁখি-জল,
    আমার	কণ্ঠের সুর অশ্রুভারে
    			করে টলমল।
    	আমার হৃদয়-পদ্ম ঘিরে
    	কথার ভ্রমর কেঁদে ফিরে,
    	সেই ভ্রমরের কাছে আমার
    			মনের মধু পিও।।
    

    গীতি আলেখ্য: ‌‘আকাশবাণী’

  • আকাশে ভোরের তারা মুখ পানে

    বাণী

    আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
    ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে,পা'র কাছে।
    	দেবতা গো,জাগো জাগো জাগো।।
    আঁধার-ঘোমটা খুলি শতদল আঁখি তুলি'
    পৃথিবী প্রসাদ যাচে দেবতা গো,জাগো।।
    কপোত-কণ্ঠে শোন তব বন্দনা বাজে
    তোমারে হেরিতে ঊষা দাঁড়ায় বধূর সাজে।
    দেবতা,তোমার লাগি'আজি আছি নিশি জাগি’'
    ভীরু এ মনের কলি হের,দল মেলিয়াছে।
    	দেবতা গো,জাগো।।
    

  • আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই

    বাণী

    আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
    ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
    				উধাও হ’য়ে বই।।
    চিতা বাঘ মিতা আমার গোখ্‌রো খেলার সাথি
    সাপের ঝাঁপি বুকে ধ’রে সুখে কাটাই রাতি
    ঘূর্ণি হাওয়ার উড়্‌নি ধ’রে নাচি তাথৈ থৈ গো ‘আমি’
    				নাচি তাথৈ থৈ।।
    

    চলচ্চিত্র: ‌‘সাপুড়ে’

  • আকুল হলি কেন বকুল বনের

    বাণী

    আকুল হলি কেন বকুল বনের পাখি।
    দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি।।
    	মধু ও বিষ মেশা
    	সেই সে আঁখির নেশা
    তোরে ক’রেছে পাগল, তাই কি এ ডাকাডাকি।।
    চোখে পড়িলে বালি জ্বালাতে জ্বলিয়া মরি,
    চোখে যাহার পড়েছে চোখ, সে বাঁচে কেমন করি’।
    	ফিরাই আঁখি যেদিক পানে
    	তারি আঁখি মনে আনে,
    বলিস্ পাখি দেখা হ’লে প্রাণ শুধু আছে বাকি।।
    
  • আঁখি তোল আঁখি তোল না

    বাণী

    	আঁখি তোল আঁখি তোল না,
    	দানো করুণা, ওগো অরুণা,
    	মেলি’ নয়ন জীর্ণ কানন কর তরুণা।।
    	আঁখি যে তোমার বনের পাখি —
    	ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’,
    	আলোর-সাগর জাগাও বরুণা।।
    তব 	আনত আঁখির পাতার কোলে
    	তরুণ আলোর মুকুল দোলে।
    	রঙের কুমার দুয়ারে জাগে,
    	তোমার আঁখির প্রসাদ মাগে,
    	পাণ্ডুর ভোর হোক তরুণারুণা।।
    
  • আগুন জ্বালাতে আসিনি গো আমি

    বাণী

    আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে
    শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে থালাতে॥
    	ধরায় আবার আসিয়াছি প্রিয়া
    	তব মুখখানি দেখিব বলিয়া
    তাই	প্রদীপ হইয়া নীরবে পুড়ি তোমারই বরণ ডালাতে॥
    তব	মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি
    	তুমি কেন লাজে ওঠো আকুলি
    তব	রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো
    	আমি সাঁঝের ক্ষণিক গোধূলি।
    তব কাজল নয়ন-পল্লব ছায়ে, অশ্রুর মত রহিব লুকায়ে
    ঝরিতে এসেছি ফুল হয়ে আমি তোমার বুকের মালাতে॥
    
  • আগের মত আমের ডালে

    বাণী

    আগের মত আমের ডালে বোল ধরেছে বউ।
    তুমিই শুধু বদ্‌লে গেছ, আগের মানুষ নও।।
    	তেম্‌নি আজো তোমার নামে
    	উথলে মধু গোলাপ-জামে,
    উঠ্ল পু’রে জামরুলে রস, মহুল ফুলে মউ।।
    ডালিম-দানায় রং ধরেছে, ডাঁশায় নোনা আতা,
    তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা।
    	তেম্‌নি আজো নিমের ফুলে
    	ঝিম্‌ হয়ে ঐ ভ্রমর দুলে,
    হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।।
    
  • আজ ভারতের নব আগমনী

    বাণী

    আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান
    জাগরণী গায় প্রভাতের পাখি ফুলে ফুলে হাসে গোরস্থান॥
    	ট’লেছে অটল হিমালয় আজি
    	সাগরে শঙ্খ উঠিয়াছে বাজি’
    হলাহল শেষে উঠেছে অমৃত বাঁচাইতে মৃত মানব-প্রাণ॥
    	আঁধারে ক’রেছে হানাহানি যারা
    	আলোকে চিনেছে আত্মীয় তা’রা
    এক হয়ে গেছে খ্রিস্টান, শিখ, হিন্দু, পারসি, মুসলমান।
    	এই তাপসীর চরণের তলে
    	লভিয়াছে জ্ঞান শিক্ষা সকলে 
    আবার আসিবে তারা দলে দলে করিতে পুণ্য-তীর্থ-স্নান॥
    
  • আজ শেফালির গায়ে হলুদ

    বাণী

    আজ শেফালির গায়ে হলুদ
    	উলু দেয় পিক পাপিয়া।
    প্রথম প্রণয়-ভীরু বালা
    	লাজে ওঠে কাঁপিয়া।।
    বনভূমি বাসর সাজায়
    	ফুলে পাতায় লালে নীলে,
    ঝরে শিশির আশিস-বারি
    	গগন-ঝারি ছাপিয়া।।
    বৃষ্টি-ধোওয়া সবুজ পাতার
    	শাড়ি করে ঝলমল,
    ননদিনী ‘বৌ কথা কও’
    	ডাকে আড়াল থাকিয়া।।
    দেখতে এলো দিগ্‌বালিকা	
    	সাদা মেঘের রথে ঐ,
    শরৎ-শশীর মঙ্গল-দীপ
    	জ্বলে গগন ব্যাপিয়া।।
    অতীত্ প্রণয়-স্মৃতি স্মরি’
    	কেঁদে যায় আশিন-হাওয়া,
    উড়ে বেড়ায় বর সে ভ্রমর
    	কমল-পরাগ মাখিয়া।।
    
  • আজ শ্রাবনের লঘু মেঘের সাথে

    বাণী

    আজ	শ্রাবনের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে',
    	রেবা নদীর বিজন তীরে মালবিকার দেশে।।
    		মন ভেসে যায় অলস হাওয়ায়
    		হালকা-পাখা মরালী-প্রায়
    	বিরহিনী কাদেঁ যথা একলা এলাকেশে।।
    	কভু মেঘের পানে কভু নদীর পানে চেয়ে,'
    	লুকিয়ে যথা নয়ন মোছে গায়েঁর কালো মেয়ে,
    	একলা বধূ বসে থাকে যথায় বাতায়নে
    				বাদল দিনের শেষে।।
    
  • আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম

    বাণী

    আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম
    ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম।।
    	আজ প্রভাতের কুসুমগুলি
    	সফল হলো ডালায় তুলি'
    সাজির ফুলে আজ এ মালা হবে অনুপম।।
    এতদিনে সুখের হলো প্রভাতী শুকতারা
    ললাটে মোর সিঁদুর দিলো ঊষার রঙের ধারা।
    	আজকে সকল কাজের মাঝে
    	আনন্দেরই বীনা বাজে
    দেবতার বর পেয়েছি আজ তপস্বিনীর সম।।
    
  • আজও মা তোর পাইনি প্রসাদ

    বাণী

    আজও মা তোর পাইনি প্রসাদ আজও মুক্ত নহি।
    আজও অন্যে আঘাত দিলে কঠোর ভাষা কহি।।১
    	মোর আচরণ, আমার কথা
    	আজও অন্যে দেয় মা ব্যথা
    আজও আমার দাহন দিয়ে শত জনে দহি।।
    শত্রুমিত্র মন্দভালোর যায়নি আজও ভেদ
    কেহ ব্যথা দিলে, প্রাণে আজও জাগে খেদ।
    	আজও মাগো দুঃখে শোকে
    	অশ্রু ঝরে আমার চোখে,
    আমার আমার ভাব ওগো মা আজও জাগে রহি’ রহি’।।
    

    ১. আজও অন্যে কষ্ট দিলে / কষ্ট ভাষা কহি।।

  • আজকে না হয় একটি কথা

    বাণী

    আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে।
    ওগো একটু না হয় বসলে এসে এই পাথরের পৈঠাতে।।
    	শুধুই কি গো আমার আঁখি
    	ঝিমায় মদির স্বপ্ন মাখি’,
    ওগো তোমার কি চোখ ধরে নাকো ঢুলতে নেশার মৌতাতে।।
    আজকে তোমার নয়ন আমার নয়ন হেরি’ লজ্জা পায়,
    আজকে তোমার মুখের কথা শুধু্ই কি গো মুখ রাঙায়?
    	ফাগুন হাওয়ার দোদুল দোলায়
    	এই যে এসে দোল দিয়ে যায় —
    ওগো মোরাই কি গো দুল্‌ব শুধু মান বিরহের দোল্‌নাতে।।
    
  • আজকে হোরি ও নাগরী

    বাণী

    [শোন গিন্নী শুন্‌ছ —]
    আজকে হোরি ও নাগরী, ওগো গিন্নী ও ললিতে।
    ফাগের রাঙা জল ভ’রে দাও, ফর্‌সি হুঁকোর পিচ্‌কিরিতে॥
    গাজর বিট আর লাল বেগুনে, রাঁধবে শালগম তেলে নুনে,
    রাঙা দেখে লঙ্কা দিও, লাল নটে আর ফুলকারিতে॥
    গাইব গান দোল পূর্ণিমাতে, মালোয়ারী জ্বর আসলে রাতে,
    তুমি দোহার ধ’রবে সাথে, গিঁটে বাতের গিঁটকিরিতে॥
    (আর) আমি লাল গামছা প’রে যাবো, লাল বাজারে পায়চারিতে,
    তুমি যাবে চিড়িয়াখানায়, এই মুখেতে গন্ডার মারিতে॥
    (না হয়) তুমি যাও বাপের বাড়ি, পাছুপাছু যাবো আমি ওগো শ্বশুর বাড়িতে
    পাছু পাছু যাবো তোমার, না হয় শ্বশুর বাড়িতে॥
    
  • আজি আকাশ মধুর বাতাস মধুর

    বাণী

    আজি আকাশ মধুর বাতাস মধুর, মধুর গানের সুর
    			আজি ভুবন লাগে মধুর।
    পরানের কাছে যেন আসিয়াছে হারানো প্রিয়া সুদূর।।
    	একি মাধুরী জড়িত লতায় পাতায়,
    	যাহা হেরি তাই পরান মাতায়,
    অবনি ভরিয়া ঝরিছে লাবনি মাধুরীতে ভরপুর।।
    আগেও ফুটেছে এ গাঁয়ের মাঠে পথপাশে ভাঁটফুল,
    এই পথ বেয়ে জলে যেত বধূ পিঠভরা এলোচুল।
    	আজ মনে হয় নতুন সকলি
    	মধুময় লাগে বিহগ কাকলি
    আজি অকারণ নেচে ফেরে মন যেন বনের ময়ূর।।
    
  • আজি এ বাদল দিনে

    বাণী

    আজি এ বাদল দিনে কত কথা মনে পড়ে।
    হারাইয়া গেছে পিয়া এমনি বাদল-ঝড়ে।।
    	আমারি এ বুকে থাকি’
    	ঘুমাত সে ভীরু পাখি,
    জলদ উঠিলে ডাকি’ লুকাত বুকের ’পরে।।
    মোর বুকে মুখ রাখি নিবিড় তিমির কাঁদে,
    আমার প্রিয়ার মত বাঁধিয়া বাহুর বাঁধে।
    	কোথায় কাহার বুকে
    	আজি সে ঘুমায় সুখে,
    প্রদীপ নিভায়ে কাঁদি একা ঘরে তারি তরে।।