দুর্গা মিশ্র

  • তুম আনন্দ ঘনশ্যাম ম্যয় হুঁ

    বাণী

    তুম আনন্দ ঘনশ্যাম ম্যয় হুঁ প্রেম-দিওয়ানী রাধা।
    বাঁশরি শুনকে তোরি আয়ি মধুবনমে না মানু কলঙ্ককি বাধা।।
    যুগ যুগান্ত অনন্তকাল সে হৃদয়-বৃন্দাবনে মে,
    তুমহারে হামরে এহি লীলা নাথ চলত রহি মনমে।
    	মেরে সঙ্গ রোয়ে প্রেম বিগলিতা
    	ভক্তি বিশাখা প্রীতি ললিতা,
    তুমকো যো চাহে মেরি তরহেসে রোয়ত জীব সমাধা।।
    
  • তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা

    বাণী

    তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা।
    তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা।।
    	শূন্য প্রাণের গাগরি ঘিরে
    	নিতি আসি রস-যমুনার তীরে
    অঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে শুনি তব বাঁশি সাধা।।
    যুগ-যুগান্ত অনন্ত কাল হৃদয়-বৃন্দাবনে
    তোমাতে আমাতে এই লীলা, নাথ! চলেছে, সঙ্গোপনে।
    	মোর সাথে কাঁদে প্রেম-বিগলিতা
    	ভক্তি ও প্রীতি বিশাখা-ললিতা।
    তোমারে যে চায়, মোর মতো, হায়! সার শুধু তার কাঁদা।।