হাম্বীর মিশ্র

  • বনে মোর ফুল-ঝরার বেলা

    বাণী

    বনে মোর ফুল-ঝরার বেলা, জাগিল একি চঞ্চলতা।(অবেলায়)
    এলো ঐ শুকনো ডালে ডালে কোন অতিথির ফুল-বারতা।।(এলো ঐ)
    বিদায়-নেওয়া কুহু সহসা এলো ফিরে,
    জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে,
    শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে
    			জাগায়ে বিধুর মধুর ব্যথা।।(পরানে)
    রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি
    হেনার মঞ্জরি আবার ফুটেছে কী?
    হারানো মানসী ফিরেছে লয়ে কি
    			গত বসন্তের বিহ্বলতা।।(পরানে)
    
  • মা আমি তোর অন্ধ ছেলে

    বাণী

    মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধ’রে মোর নিয়ে যা মা।
    পথ নাহি পাই যেদিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা।।
    	আমি নিজে পথ চলিতে যাই
    	বারে বারে পথ ভুলি মা তাই
    মায়া-কূপে পড়ে কাঁদি কোথায় দয়াময়ী শ্যামা।।
    মা তুই যবে হাত ধ’রে চলিস্ রয় না পতন-ভয়,
    তুই যবে পথ দেখাস্ মা গো সে পথ জ্যোতির্ময়।
    	কি হবে জ্ঞান-প্রদীপ নিয়ে সাথে
    	বৃথা এ দীপ জন্মান্ধের হাতে
    তুই যদি হ’স নির্ভর মোর পথের ভয় আর রবে না মা।।