হেমকল্যাণ

  • জাগো অমৃত-পিয়াসি চিত

    বাণী

    জাগো অমৃত-পিয়াসি চিত
    	আত্মা অনিরুদ্ধ
    	কল্যাণ প্রবুদ্ধ।
    জাগো শুভ্র জ্ঞান পরম
    নব প্রভাত পুষ্প সম
    	আলোক-স্নান-শুদ্ধ।।
    সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো
    পুণ্য প্রাণ-দীপ-শিখা স্বর্গ পানে তোলো।
    বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ।।
    	ফুলের সম আলোর সম
    	ফুটিয়া ওঠ হৃদয় মম
    রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো মায়া-বিমুগ্ধ।।
    
  • দাও শৌর্য দাও ধৈর্য্য

    বাণী

    দাও শৌর্য, দাও ধৈর্য্য, হে উদার নাথ,
    			দাও প্রাণ।
    দাও অমৃত মৃত জনে,
    দাও ভীত –চিত জনে, শক্তি অপরিমাণ।
    			হে সর্বশক্তিমান।।
    দাও স্বাস্থ্য, দাও আয়ু,
    স্বচ্ছ আলো, মুক্ত বায়ু,
    দাও চিত্ত অ–নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান।
    			হে সর্বশক্তিমান।।
    দাও দেহে দিব্য কান্তি,
    দাও গেহে নিত্য শান্তি,
    দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ।
    ভীতি নিষেধের ঊর্ধে স্থির,
    রহি যেন চির — উন্নত শির
    যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান।
    			হে সর্বশক্তিমান।।