জয়জয়ন্তী মিশ্র

  • আবার কি এলো রে বাদল

    বাণী

    আবার কি এলো রে বাদল।
    ল’য়ে পিঠভরা এলোচুল, চোখ ভরা জল।।
    তৃষিত গগনের তৃষ্ণা কি মিটিল
    কৃষ্ণা-প্রিয়ায় পেয়ে হিয়া কি তিতিল,
    কাহার বিরহ-দাহন জুড়াল,
    মোর মত কা’র নিশি হইল বিফল।।
    ফুটিল কি কদম কেয়া,
    দোলে, কা’র বুকে ফুল, কা’র নয়নে দেয়া।
    কে গেল অভিসারে, কে কাঁদে ভবনে
    কা’র দীপ নিভে গেল দুরন্ত পবনে,
    কণ্ঠ-লগ্না কা’র কান্তা ঘুমায়
    মোর মত কা’র বুকে জ্বলিছে অনল।।
    
  • মোহররমের চাঁদ এলো ঐ

    বাণী

    মোহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়।
    ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।।
    কাঁদিয়া জয়নাল আবেদীন বেহোশ হল কারবালায়
    বেহেশ্‌তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়।।
    কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা।
    আস্‌গরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।।
    কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মর্সিয়া।
    ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়।।