কেদারা

  • স্বদেশ আমার জানি না তোমার

    বাণী

    স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ।
    দিনের পরে মা দিন চ’লে যায় এলো না সে শুভদিন।।
    		খাই দাই আর আরামে ঘুমাই
    		পাগলের যেন ব্যথা-বোধ নাই
    ললাট-লিখন বলিয়া এড়াই ভীরুতা, শক্তি ক্ষীণ।
    অভাগিনী তুমি, সন্তান তব সমান ভাগ্যহীন।।
    কত শতাব্দী করেছি মা পাপ মানুষেরে করি ঘৃণা
    জানি মা মুক্তি পাব না তাহার প্রায়শ্চিত্ত বিনা।
    		ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া
    		রেখেছি যাদেরে চরণে দাবিয়া
    তাদের চরণ-ধূলি মাখি যদি আসিবে সে শুভদিন
    নূতন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা-মলিন।।