মালগুঞ্জ

  • এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে

    বাণী

    এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে।
    করুণাময় প্রভু! কর হে পূর্ণ দানে।।
    শক্‌তি বিহীন করে ধরেছি নিশান তব
    বহিতে পারি যেন দিও সে-গৌরব,
    দিবাকর কর সম ছড়ায়ে অভিনব
    অস্তে যাই যেন জীবন-বিহানে।।
    সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম
    রাঙায়ো আঁধার হৃদি-প্রেমের জোছনা বানে।।
    
  • গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা

    বাণী

    গুঞ্জা মালা গলে কুঞ্জে এসো হে কালা
    বনমালী এসো দুলায়ে বনমালা॥
    তব পথে বকুল ঝরিছে উতল বায়ে
    দলিয়া যাবে বলে অকরুণ রাঙা পায়ে
    রচেছি আসন তরুণ তমাল ছায়ে
    পলাশ শিমুলে রাঙা প্রদীপ জ্বালা॥
    ময়ূরে নাচাও তুমি তোমারি নূপুর তালে
    বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম ডালে
    তোম বিনা বনমালী বিফল এ ফুল দোল
    বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা॥
    

  • গুঞ্জা-মঞ্জরি-মালা অঞ্চলে শুকায়

    বাণী

    গুঞ্জা-মঞ্জরি-মালা।
    অঞ্চলে শুকায় অভিমানে কালা।।
    সহিতে পারি না আর তোমার বিরহ
    ধর গিরিধারী মোর বেদনা অসহ,
    ভোলাও নীরদ-ঘন-শ্যাম-কৃষ্ণ! তৃষ্ণার জ্বালা।।