মীনাক্ষী (নজরুল-সৃষ্ট)

  • চপল আঁখির ভাষায় হে মীনাক্ষী ক’য়ে যাও

    বাণী

    চপল আঁখির ভাষায়, হে মীনাক্ষী ক’য়ে যাও।
    না-বলা কোন্ বাণী বলিতে চাও॥
    	আড়ি পাতে নিঝ্‌ঝুম বন
    	আঁখি তুলি’ চাহিবে কখন,
    আঁখির তিরস্কারে ঐ বন-কান্তারে ফুল ফোটাও॥
    নিটোল আকাশ টোল খায় তোমারি চাওয়ায়, হে মীনাক্ষী,
    নদী-জলে চঞ্চল সফরী লুকায়, হে মীনাক্ষী!
    	ওই আঁখির করুণা
    	ঢালো রাগ অরুণা,
    আঁখিতে আঁখিতে ফুল-রাখি বেঁধে দাও॥