মণিমালা (২০ মাত্রা)

  • মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী

    বাণী

    মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী।
    সিন্ধুর তরঙ্গ নৃত্যের কুরঙ্গী।।
    গুঞ্জা বেলা পদ্ম পুঞ্জীভূত বক্ষে
    অশ্রু-লাজ কুণ্ঠা শঙ্কা-ঘন চক্ষে,
    অঙ্গে শ্যামাকান্তা! মন্দাকিনী-ভঙ্গী।।
    অঙ্গুলিতে বন্দী অঙ্গুরিত ছন্দ
    কণ্ঠে সুর-লক্ষ্মী বৃন্দাবনানন্দ,
    গঙ্গা এলে বক্ষে সন্ধ্যারাগে রঙ্গী।।