পঞ্চম

  • নিপীড়িতা পৃথিবী ডাকে

    বাণী

    নিপীড়িতা পৃথিবী ডাকে জাগো চন্ডিকা মহাকালি।
    মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি দনুজ-দলনী করালি॥
    		প্রাণহীন শবে শিব-শক্তি জাগাও
    		নারায়ণের যোগ-নিদ্রা ভাঙাও
    অগ্নিশিখায় দশদিক রাঙাও বরাভয়দায়িনী নৃমুন্ডমালি॥
    শ্রী চন্ডিতে তোরই শ্রীমুখের বাণী
    কলিতে আবির্ভাব হবে তোর ভবানী।
    		এসেছে কলি, কালিকা এলি কই
    		শুম্ভ-নিশুম্ভ জন্মেছে পুন ঐ
    অভয়বাণী তব মাভৈঃ মাভৈঃ শুনিব কবে মাগো খর করতালি॥
    
  • বসন্ত এলো এলো এলো রে

    বাণী

    বসন্ত এলো এলো এলো রে
    পঞ্চম স্বরে কোকিল কুহরে
    মুহু মুহু কুহু কুহু তানে।
    মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
    ভ্রমর গুঞ্জে গুনগুন গানে।।
    পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া
    মহুল, পলাশ বন-ব্যাপিয়া
    সুরভিত সমীরণ চঞ্চল উন্মন
    আনে নব-যৌবন প্রাণে।।
    বেণুকার বনে বাঁশি বাজে
    বনমালী এলো বন-মাঝে
    নাচে তরু-লতিকা যেন গোপ-গোপিকা
    রাঙা হয়ে রঙের বানে।।