শিবরঞ্জনী

  • জয় হরপ্রিয়া শিবরঞ্জনী

    বাণী

    জয় হরপ্রিয়া শিবরঞ্জনী।
    শিব-জটা হতে সুরধুনী স্রোতে ঝরি’ শতধারে ভাসাও অবনি।
    দিবা দ্বিপ্রহরে প্রথম বেলা কাফি-সিন্ধুর তীরে কর খেলা
    দীপ্ত নিদাঘে সারঙ্গ রাগে অগ্নি ছড়ায় তব জটাব ফণী॥
    কভু ধানশ্রীতে মায়া রূপ ধর,
    জ্ঞানী শিবের তেজ কোমল কর
    পিলু বারোঁয়ার বিষাদ ভোলানো
    নূপুরের চটুল ছন্দ আনো
    বাগীশ্বরী হ’য়ে মহিমা শান্তি ল’য়ে
    আসো গভীর যবে হয় রজনী॥
    বরষার মল্লারে মেঘে তুমি আসো,
    অশনিতে চমকাও, বিদ্যুতে হাসো
    সপ্ত সুরের রঙে সুরঞ্জিতা ইন্দ্রধনু-বরণী॥
    
  • হে পার্থসারথি বাজাও বাজাও

    বাণী

    হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
    চিত্তের অবসাদ দূর কর কর দূর
    	ভয়–ভীত জনে কর হে নিঃশঙ্ক।।
    ধনুকে টঙ্কার হানো হানো,
    গীতার মন্ত্রে জীবন দানো;
    	ভোলাও ভোলাও মৃত্যু–আতঙ্ক।।
    মৃত্যু জীবনের শেষ নহে নহে —
    শোনাও শোনাও — অনন্ত কাল ধরি’
    অনন্ত জীবন প্রবাহ বহে।
    দুর্মদ দুরন্ত যৌবন–চঞ্চল
    ছাড়িয়া আসুক মা’র স্নেহ–অঞ্চল;
    বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ–অঙ্ক।।