সিন্ধু-কাফি মিশ্র

  • তরুণ-তমাল-বরণ এসো

    বাণী

    তরুণ-তমাল-বরণ এসো শ্যামল আমার।
    ঘন শ্যাম তুলি বুলায়ে মেঘ-দলে এসো দুলায়ে আঁধার।।
    কাঁদে নিশীথিনী তিমির কুন্তলা
    আমারি মত সে উতলা,
    এসো তরুণ দুরন্ত ভাঙি’ হৃদয় দুয়ার।।
    তপ্ত গগনে ঘনায়ে ঘন দেয়া
    ফুটায়ে কদম কেয়া,
    আমার নয়ন-যমুনায় এসো জাগায়ে জোয়ার।।
    
  • রঙ্গিলা আপনি রাধা

    বাণী

    রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না
    ফাগুনের রাণীরে শ্যাম আর ফাগে রাঙিয়ো না।।
    	রাঙা আবির রাঙ্গা ঠোঁটে
    	গালে ফাগের লালী ফোটে
    রঙ সায়রে নেয়ে উঠে অঙ্গে ঝরে রঙের সোনা।।
    	অনুরাগ –রাঙা মনে
    	রঙের খেলা ক্ষণে ক্ষণে
    অন্তরে যার রঙের লীলা তারে বাহিরে রঙ লাগিয়ো না।।