তিলং মিশ্র

  • একি অসীম পিয়াসা

    বাণী

    একি অসীম পিয়াসা
    শত জনম গেল তবু মিটিল না
    	তোমারে পাওয়ার আশা।।
    সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
    তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
    		অসীম ভালোবাসা।।
    তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
    সেই জানে তোমারে ভোলা কি কঠিন
    তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
    	মেটে না প্রেমের পিয়াসা।।
    
  • তোর নামেরই কবচ দোলে

    বাণী

    		তোর নামেরই কবচ দোলে দোলে আমার বুকে, হে শঙ্করী।
    		কি ভয় দেখাস্? আমি তোকেও ভয় করি না, ভয় করি না ভয়ঙ্করী।।
    			মৃত্যু প্রলয় তাদের লাগি
    			নয় যারা তোর অনুরাগী।
    		(মাগো) তোর শ্রীচরণ আশ্রয় মোর (দেখে) মরণ আছে ভয়ে মরি’।।
    		তোর যদি না হয় মা বিনাশ, আমিও মা অবিনাশী;
    (আমি)	তোরই মাঝে ঘুমাই জাগি, তোরই কোলে কাঁদি হাসি।
    			তোর চরণ ছেড়ে পলায় যারা (মা)
    			মায়ার জালে মরে তারা
    		তোর মায়া-জাল এড়িয়ে গেলাম মা তোর অভয়-চরণ ধরি, মা।।
    
  • ভোলো ভোলো ভোলো মান

    বাণী

    ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে।
    আঁধারে যে ফুল ফোটে, ভোলো তাহারে॥
    ভুলিতে যদি গো লাগে বুকেতে ব্যথা’
    নিঠুর মরম-বাণে না ক’য়ো কথা,
    দরদি গো সে-ব্যথারে রাখিবি কাহারে॥