টোড়ি

  • আমি ছন্দ ভুল চির-সুন্দরের

    বাণী

    আমি	ছন্দ ভুল চির-সুন্দরের নট-নৃত্যে গো।
    আমি	অপ্সরা-মায়া ধ্যানভঙ্গের
    		যোগী মহেন্দ্রের চিত্তে গো।।
    আমি	পঞ্চশর-তৃণে রক্তমাখা শর,
    	অমৃত-পাত্রে গো স্মর-গরল খর
    আমি	উর্বশীর খল-চরণ-নূপুর
    		উদাসিনী দেব-চিত্তে গো।।
    
  • উদার প্রাতে কে উদাসী এলে

    বাণী

    		উদার প্রাতে কে উদাসী এলে।
    		প্রশান্ত দীঘল নয়ন মেলে’।।
    		স্নিগ্ধ সকরুণ তোমার হাসি
    		আঘাত করে যেন আমারে আসি’,
    পাষাণ সম তব মৌন মূরতি মোর বুকে বিষাদের ছায়া কেন ফেলে।।
    		উন্মন ভিখারি গো বল মোর কাছে
    		শূন্য হৃদয় তব কোন মন যাচে,
    অশ্রু তুষার ঘন বিগ্রহ তব গলিয়া পড়িবে প্রেমে কার মালা পেলে।।
    
  • এসো এসো তব যাত্রা-পথে

    বাণী

    এসো এসো তব যাত্রা-পথে
    শুভ বিজয়-রথে ডাকে দূর-সাথি।
    মোরা তোমার লাগি’, হেথা রহিব জাগি’
    তব সাজায়ে বাসর জ্বালি’ আশার বাতি।।
    হের গো বিকীর্ণ শত শুভ চিহ্ন পথ-পাশে নগর-বাটে,
    স-বৎসা ধেনু গো-ক্ষুর-রেণু উড়ায়ে চলে দূর মাঠে।
    দক্ষিণ-আবর্ত-বহ্নি, পূর্ণ-ঘট-কাঁখে তম্বী,
    দোলে পুষ্প-মালা, ঝলে’ শুক্লা রাতি।।
    হের পতাকা দোলে দূর তোরণ-তলে, গজ তুরগ চলে।
    শুক্লা ধানের হের মঞ্জরী ঐ, এসো কল্যাণী গো,
    		আনো নব-প্রভাতী।।
    

    নাটক : ‘সাবিত্রী’

  • তোমার আকাশে উঠেছিনু চাঁদ

    বাণী

    তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন।
    দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন।।
    	তুমি সুখে থাক আমি চলে যাই,
    	তোমারে চাহিয়া ব্যথা যেন পাই,
    জনমে জনমে এই শুধু চাই — না-ই যদি পাই মন।।
    ভয় নাই রাণী রেখে গেনু শুধু চোখের জলের লেখা,
    জলের লিখন শুকাবে প্রভাতে, আমি চলে যাব একা!
    	ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
    	মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা, —
    পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ।।
    
  • নয়ন মুদিল কুমুদিনী হায়

    বাণী

    		নয়ন মুদিল কুমুদিনী হায়!
    		তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়।।
    		ভরিল সরসী তা’রি আঁখি-জলে
    		ঢলিয়া পড়িল পল্লব-তলে,
    অকরুণ নিষাদের তীর সম অরুণ-কিরণ বেঁধে এসে গায়।।
    		কপোলের শিশির অভিমানে শুকালো,
    		পাপড়ির আড়ালে পরাগ লুকাল।
    		সরসীর জলে পড়ে আকাশের ছায়া
    		নাই সেথা তারা-দল, চাঁদের মায়া,
    জলে ডুবে মেটে না প্রাণের তৃষা হৃদয়ের মধু তার হৃদয়ে শুকায়।।