বাণী
ফুলের বনে আজ বুঝি সই রূপসায়রের ঢেউ লেগেছে। ঘুমিয়ে পড়া শ্যাম-ভ্রমরা গুন্গুনিয়ে গান ধ’রেছে।। কুড়িয়ে পাওয়া কুসুম দলে ডুবিয়ে নিয়ে শিশির-জলে, পরতে ধরা আপন গলে মালা গেঁথেছে।। প্রেম-পিয়াসীর বুকের কাঁদন জাগিয়ে দিল মলয় পবন, পরান-বঁধুর কাজল নয়ন মনে জেগেছে।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ



