বাণী
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা হে পরমেশ। কি হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি মানুষ মেষ।। কলের পুতুল এরা প্রাণহীন পাষাণ আত্মা বিশ্বাসহীন, নিজেরে ইহারা চিনে না জানে না, কেমনে চিনিবে নিজের দেশ।। ভারত শ্মশানে ফেরে প্রেতপাল, নর নাই, শুধু নর-কঙ্কাল; এই চির অভিশপ্তের মাঝে জাগাও হে প্রভু প্রাণের রেশ।। ভায়ে ভায়ে হেথা নাহি প্রেমবোধ, কেবলি কলহ, কেবলি বিরোধ; হে দেশ-বিধাতা, দূর কর এই লজ্জা ও গ্লানি, এ দীন বেশ।।