বাণী
আয় ইরানি মেয়ে জংলা-পথ বেয়ে আয় লো। নদী যেমন চাঁদে ঢেউ-এর মালায় বাঁধে, তেমনি চাঁদে বাঁধব চিরুনির মত এলো খোঁপায় লো।। দুপুর রাতে ঝিঁ ঝিঁ ঝিল্লি-নূপুর বাজে বেদের বাঁশি কাঁদে বৌ-এর বুকের মাঝে, কাঁটা দিয়ে ওঠে গোলাপ-লতার গায়ে বুলবুলি কোথায় লো।। বেদে গেছে বনে গো হরিণী শিকারে, হরিণ-আঁখি তার প্রেয়সী তাঁবুতে কাঁদে মনের বিকারে। আমাদের জল্সায় সাকি-শিরাজি নাই আসমানের তারা-ফুল নিঙ্ড়ে তাই১ মধু খাই, বঁধূ যখন আসবে চেয়ে চেয়ে হাসবে, কবরীর যুঁই ছুঁড়ে ফেলে দিব পায় লো।।
১. তারই