বাগেশ্রী-বাহার

  • ওমা দনুজ-দলনী মহাশক্তি

    বাণী

    ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী (নমো)।
    পরমেশ্বরী মহিষ-মর্দিনী চরাচর-বিশ্ব-বিধাত্রী (নমো নমঃ)।।
    		সর্বদেব-দেবী তেজোময়ী
    		অশিব-অকল্যাণ-অসুর-জয়ী,
    দশভুজা তুমি মা, ভীতজন-তারিণী জননী জগৎ-ধাত্রী।।
    দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন কর মা লোভ দানবে;
    রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও, দেবতা কর ভীরু মানবে।
    		শক্তি বিভব দাও, দাও মা আলোক
    		দুঃখ-দারিদ্র্য অপগত হোক্‌,
    জীবে জীবে হিংসা, এই সংশয় (মাগো) দূর হোক পোহাক এ দুর্যোগ রাত্রি।।