বিরাট-ভৈরব

  • জাগো বিরাট ভৈরব যোগ সমাধি মগ্ন

    বাণী

    জাগো বিরাট ভৈরব যোগ সমাধি মগ্ন।
    ভুবনে আনো নব দিনের শুভ প্রভাত লগ্ন।।
    	অনন্ত শয্যা ছাড়ি’ অলখ লোকে
    	এসো জ্যোতির পথে,
    দেব-লোকের তিমির-কারা-প্রাচীর কর ভগ্ন।।
    ভয়হীন, দ্বিধাহীন উদার আনন্দে,
    তোমার আবির্ভাব হোক প্রবল ছন্দে।
    হোক মানব স্বপ্রাকশ আপন স্বরূপে
    বিরাট রূপে, সফল কর আমার সোহং স্বপ্ন।।
    

    সঙ্গীতালেখ্য : ‘ষট ভৈরব’