দেশী টোড়ি

  • চোখে চোখে চাহ যখন

    বাণী

    চোখে চোখে চাহ যখন তোমরা দু’টি পাখি।
    সেই চাহনি দেখি আমি অন্তরালে থাকি’।।
    	মনে জাগে, অনেক আগে
    	এম্‌নি গভীর অনুরাগে,
    আমার পানে চাইত কেহ এম্‌নি অরুণ-আঁখি।।
    ঘুমাও যখন তোমরা দু’জন পাখায় বেঁধে পাখা,
    আমি দূরে জেগে থাকি, যায় না কাঁদন রাখা।
    	পরশ যেন লেগে আছে
    	শূন্য আমার বুকের কাছে,
    তোমার মতন ঘুমাত কেউ এই বুকে মুখ রাখি’।।
    
  • ধীরে ধীরে আসি'

    বাণী

    (সে) ধীরে ধীরে আসি'
    আধো ঘুমে বাজাল বাঁশি।
    	ফুল-রাখি দিল বাঁধি হাসি।।
    জাগিয়া নিশি-ভোরে
    না হেরি বাঁশির কিশোরে,
    	চাঁদ-তরী বেয়ে গেল ভাসি।।