গৌরী (পূর্বী ঠাট)

  • তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে

    বাণী

    তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে,
    উপবাস-ক্ষীণ তবু যোগিনী বেশে।।
    বুকে চাপি’ করতল বিল্বপত্র-দল,
    কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে শিব-আবেশে।।
    অস্ত রবি তা’র সহস্র করে
    চরণ ধ’রে বলে ফিরে যেতে ঘরে,
    ‘শিব দাও শিব দাও’ ব’লে লুটায় ধূলি-তলে —
    কৈলাস-গিরি পানে চাহে অনিমেষে।।