হিন্দি

  • ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

    বাণী

    ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া।
    সখি ক্যওন উও বন্‌শী ব্যজায় ঘ্যরমে ন্য র‍্যহন্‌ যায়,
    মন্‌ ভ্যয়ে উদাস্‌ সখি ন্যহি মানে জিয়া রি।।
    নিরালা ঢং বাজে মৃদঙ্গ ম্যওর পাপিহা বোলে রি
    চ্যরণন্‌ মে ছ্যন্দ জাগে ত্যন্‌ মন্‌ প্রাণ ডোলে রি
    প্রেম্‌সে ম্যতওয়ালী ভ্যয়ি চাঁদ কি আঁখিয়া রি।।
    স্যখি প্যহনো নীল শাড়ি চূড়া বাঁধো ম্যনহারি
    যাঁহা ব্যন্‌চারী চ্যলো ক্যরকে সিঙ্গার
    চ্যরণন্‌ মে গুজরী গ্যালেমে চম্পা হার —
    নাচুঙ্গী আজ ওয়াকে সাথ্‌ গাউঙ্গি র‍্যসিয়ারি।।
    
  • সো’জা সো’জা সো’জা জগ নরনারী

    বাণী

    সো’জা সো’জা সো’জা জগ নরনারী
    বাদল গ্যর‍্যজো বিজলি চ্যম্যকে
    র‍্যজ্যনী হো রহ্ আঁধিয়ারী।।
    

    নাটিকাঃ ‘জন্মষ্টমী’

  • স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী

    বাণী

    স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী
    জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়।।
    আও আও হ্যর ডালি সে তোড়কে
    ক্যচ্চি কলিও কো গুঁন্ধে হাম জোড়কে
    প্রেমমালা পিন্‌হায়ে দিলদার ইয়ার কো
    মাস্ত হোক্যর গলে মিলতী হ্যয় ডার হ্যায়।।
    ম্যয় হুঁ সুন্দর নার নওয়েলী প্যরী
    প্যহেনা ফুলোঁ কা গ্যহনা যো ম্যায়নে স্যখি
    		দুলহান ব্যন গ্যই।
    প্যয়ারে প্রীতমসে মিলনে কি আই ঘ্যড়ি
    ইসী কারণ স্যখীরী ব্যনী সুন্দরী
    আয় বাল্যম কে ম্যন কো লুভাউঙ্গী
    ইসী আশা পে সারা ইয়ে সিঙ্গার হ্যয়।।