হোলী

  • আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ

    বাণী

    আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
    বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ।।
    	কাননে আলো-ছায়া
    	নয়নে রঙের মায়া
    দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ।।
    	সে-রঙে সাগর-কোলে
    	কত চাঁদ, রবি দোলে
    বাজে গগন তলে জলদ তালে মেঘ-মৃদঙ।।
    
  • খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে

    বাণী

    খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে।
    প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে।।
    	আজ গোকুলের রঙ মহলায়
    	রামধনু ঐ রঙ পিয়ে যায়
    সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুমকুম বিনে।।
    রঙ কিনিতে এসে সেথায় রব শশী আকাশ ভেঙে'
    এই ফাগুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'।
    আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে।।
    

  • গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ

    বাণী

    গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
    নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ॥
    চিত্তে কে নৃত্যে মাতে দোল লাগানো ছন্দে,
    মদির রঙের নেশায় অধীর আনন্দে,
    নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত, বাজে মেঘ মৃদঙ।।
    প্রাণের তটে কামোদ নটে সুর বাজিছে সুমধুর —
    দুলে অলকানন্দ রাঙা তরঙ্গে
    শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রুভঙ্গে,
    বাজিছে বুকে সুর-সারং কাফির সঙ্গ্‌
    
  • রঙ্গিলা আপনি রাধা

    বাণী

    রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না
    ফাগুনের রাণীরে শ্যাম আর ফাগে রাঙিয়ো না।।
    	রাঙা আবির রাঙ্গা ঠোঁটে
    	গালে ফাগের লালী ফোটে
    রঙ সায়রে নেয়ে উঠে অঙ্গে ঝরে রঙের সোনা।।
    	অনুরাগ –রাঙা মনে
    	রঙের খেলা ক্ষণে ক্ষণে
    অন্তরে যার রঙের লীলা তারে বাহিরে রঙ লাগিয়ো না।।
    
  • হোরি খেলে নন্দলালা

    বাণী

    হোরি খেলে নন্দলালা
    প্রেমের রঙে মাতোয়ালা॥
    বিশ্বরাধা সে সাথে রঙে খেলায় মাতে
    রঙে ত্রিভুবন ছায় রাঙা আলোক আবির ছড়ায়
    	হোরি রবি-শশী থালা॥
    আজি বনে বনে মনে মনে হোরি
    মনের মরুতে লতায় তরুতে রাঙা ফুল ফোটে মরি মরি।
    আজি প্রাণে প্রাণে ফুল দোল
    দোল পূর্ণিমা রাতি রাঙা ফুল তারা বাতি
    	ধরণীতে আকাশে জ্বালা॥