কাব্যগীতি

  • আজি নতুন এ চাঁদের তিথিতে

    বাণী

    আজি নতুন এ চাঁদের তিথিতে
    কোন্ অতিথি এলো ফুল-বীথিতে॥
    যদি বেদনা পায় বঁধু পথ চলিতে
    তাই চেয়েছি বনপথ ফুল কলিতে
    জানি ভাল জান হে বঁধু ফুল দলিতে
    এসো বঁধু সুমধুর প্রীতিতে॥
    এসো মনের মন্দিরে দেবতা আমার
    লহ প্রেমের চন্দন আঁখি জলহার
    আজি সফল করো সাধ আমার পূজার
    চির জনম রহ মোর স্মৃতিতে॥
    
  • হে পাষাণ দেবতা

    বাণী

    হে পাষাণ দেবতা!
    মন্দির দুয়ার খোল কও কথা।।
    দুয়ারে দাঁড়ায়ে শ্রান্তি-হীন দীর্ঘ দিন,
    অঞ্চলের পূষ্পাঞ্জলি শুকায়ে যায় উষ্ণ বায়;
    আঁখি দীপ নিভিছে হায়, কাঁপিছে তনুলতা।
    শুভ্রবাসে পূজারিণী, দিন শেষে —
    গোধুলির গেরুয়া রঙ হের প্রিয় লাগে এসে;
    খোল দ্বার শরণ দাও, সহে না আর নীরবতা।।