কেদারা-হাম্বীর

  • কে এলো ওরে কে এলো

    বাণী

    কে এলো ওরে কে এলো শুকানো মানস-মাধবী-কুঞ্জে।
    জানাইতে মোরে কার আগমনী চরণে নূপুর-মুঞ্জে।।
    	তারি সাথে জাগে নব কিশলয়
    	ধীরি ধীরি ধীরি বহিল মলয়,
    ফোটা ফুলে ফুলে সুখে দুলে দুলে অলিকুল মধুগুঞ্জে।।
    	গেছে কত যুগ-যুগান্ত,
    	এলো ফিরে ফিরে হৃদয়প্রান্ত।
    	পিক সুকণ্ঠে গায় আবাহন
    	বন-শোভা-গণ করিছে বরণ,
    মিলনের তরে খুঁজিছে পিয়ারে ফুটিল কুসুম কুঞ্জে কুঞ্জে।।
    
  • ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন

    বাণী

    ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
    বনানী-কুন্তল এলাইয়া ধরণী
    কাঁদিছে পড়ি চরণে শনশন শনশন।।
    দোলে ধূলি-গৈরিক পতাকা গগনে,
    ঝামর কেশে নাচে ধূর্জটি সঘনে।
    হর-তপোভঙ্গের ভুজঙ্গ নয়নে,
    সিন্ধুর মঞ্জীর চরণে বাজে রনরন রনরন।।