মধ্যমান

  • আজ যুগের পরে ঘরে ফিরে

    বাণী

    	আজ যুগের পরে ঘরে১ ফিরে মায়ের কথা পড়লো মনে।
    	শূন্য ঘরে মন বসে না গুমরে মরে হিয়ার বনে।।
    		আজো সে ঘর সবাই আছে,
    		মা কেবলই নেই গো কাছে, — 
    	ঐ দাওয়া আর ঐ কানাচে আজো মায়ের স্বরটি রনে।।
    	যত্ন কারুর সইতে নারি, কণ্ঠ ছিঁড়ে কান্না আসে;
    	ওষ্ঠ চেপে যায় না রাখা, রূপ যে তোমার চক্ষে ভাসে!
    		পাইনি মাগো সাতটি বরষ
    		একটুকু ক্ষীণ স্নেহের পরশ, — 
    (ও মা)	‘বুনো’ তোমার হ’ল না বশ চল্‌লো ফিরে ফের বিজনে।
    	হার্‌লো স্নেহ বাঁধন-হারার বাঁধ্‌তে নিয়ে ডোর-সৃজনে।।
    

    ১. ঘরকে

  • কেন আসে কেন তা’রা চ’লে যায়

    বাণী

    কেন আসে, কেন তা’রা চ’লে যায় ক্ষণেক তরে।
    কুসুম না ফুটিতে কেন ফুল-মালি
    ছিঁড়িয়া সাজি ভরে, কানন ক’রে খালি,
    কাঁটার স্মৃতি বেঁধে লতার বুকে, হায়, ব্যথা-ভরে।।
    	ছাড়িয়া স্নেহ-নীড় সুদূর বনছায়
    	বিহগ-শিশু কেন সহসা উ’ড়ে যায়,
    কাঁদে জননী তা’র ঝরা পালকখানি বুকে ঘ’রে।।
    
  • দেখা দাও দাও দেখা ওগো দেবতা

    বাণী

    দেখা দাও, দাও দেখা, ওগো দেবতা।
    মন্দিরে পূজারিণী আশাহতা॥
    ধূপ পুড়িয়া গেছে, শুকায়েছে মালা,
    বন্ধ হ’ল বা দ্বার, একা কুলবালা।
    প্রভাতে জাগিবে সবে, রটিবে বারতা॥
    জাগো জাগো দেবতা শূন্য দেউলে,
    আরতি উঠিছে মোর বেদনার ফুলে।
    বাণীহীন মন্দির, কহ কহ কথা॥