মনোরঞ্জনী

  • ওগো বৈশাখী ঝড় ল’য়ে যাও

    বাণী

    ওগো বৈশাখী ঝড়! ল’য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল।
    ল’য়ে যাও বিফল এ জীবন — এই পায়ে দলা ফুল।।
    	ওগো নদীজল লহো আমারে
    	বিরহের সেই মহা-পাথারে,
    চাঁদের পানে চাহে যে পারাবারে — অনন্তকাল কাঁদে বিরহ-ব্যাকুল।।
    
  • জানি পাব না তোমায় হে প্রিয় আমার

    বাণী

    জানি পাব না তোমায় হে প্রিয় আমার
    			এ জীবনে আর॥
    		এ আমার ললাট লেখা
    		আমি রব চির একা
    নিমেষের দিয়ে দেখা কাঁদাবে আবার॥
    		তুব হে জীবন স্বামী
    		তোমারি আশায় আমি
    আসিব এ ধরণীতে যুগে যুগে অনিবার॥