প্রিয়া

  • মহুয়া বনে বন-পাপিয়া

    বাণী

    মহুয়া বনে বন-পাপিয়া
    একলা ঝুরে নিশি জাগিয়া।।
    ফিরিয়া কবে প্রিয় আসিবে
    ধরিয়া বুকে কহিবে প্রিয়া।।
    শুনি নীরবে, গগনে বসি’
    কহ যে কথা বিরহী শশী,
    তব রোদনে বঁধূ, এ মনে
    যমুনা বহে কূল-প্লাবিয়া।।