বাণী
(ওগো)আমার খোকার মাসি শ্রীঅমুকবালা দাসী, মোরে দেখেই সর্বনাশী ফেলে ফিক্ করে সে হাসি।। তার চোখ প্রায় পুটী মৎসই তার চেহারাও নয় জুৎসই আবার(তার) আছে তিনটি বৎসই কিন্তু সে স্বাস্থ্যে খোদার খাসি।। সে খায় বটে পান-জর্দা তার চেহারাও মর্দ্দা-মর্দা তবু বুঝলে কি না বড়দা আমি তারেই ভালোবাসি।। শালী অর্থাৎ কি না বউ সে পনর আনাই, তারে দিয়ে একটা ‘আনি’ দাদা ঘরে যদি আনি সে বউ হয় ষোল আনাই।কি বল দাদা এ্যা? আমি তারই লাগি জেলে, মরবো ঘানি ঠেলে, তারে নিয়ে ভাগ্বো রেলে, না হয় পর্বো গলায় ফাঁসি।।