বাণী
আমি নিজেরে আড়াল রাখি, বঁধু সারাদিন গৃহ-কাজে। হাসে গুরুজন আশেপাশে তাই চাহিতে পারি না লাজে।। ওগো প্রিয় তুমি অহরহ কেন বাহির ভবনে রহ? তব মৌন এ অভিমান বুকে কাঁটার মতন বাজে।। আমি তোমারি ঘরের বধূ, বঁধু এ-লাজ তোমারি লাগি’, আমি দিনের কুমুদ কলি, ওগো চাঁদ আমি রাতে জাগি। মোর দেহ গৃহ-কাজ করে তব পায়ে থাকে মন প’ড়ে, মোর লাজ-গুণ্ঠন টানি’ লাজ দিও না সভার মাঝে।।