বাণী
বহে বনে সমীরণ ফুল জাগানো এসো গোপন সাথি মোর ঘুম ভাঙানো এসো আঁধার রাতেরি চাঁদ পাতি মায়ারি ফাঁদ এসো এসো মম স্বপন সাধ॥ হৃদয় তিমিরে এসো হৃদ-সায়র দোল লাগানো সাথি মোর ঘুম ভাঙানো॥ বনে মোর ফুলগুলি আছে তব পথ চেয়ে পরান পাপিয়া পিউ পিউ ওঠে গেয়ে তরুণ অরুণ এসো আলোকেরি পথ বেয়ে এসো আমার তনু মন প্রাণ হৃদয় রাঙানো এসো ভুবন ভোলানো কোথা গোপন সাথি মোর ঘুম ভাঙানো॥