আরবি সুর

  • চম্‌’কে চম্‌’কে ধীর ভীরু পায়

    বাণী

    চম্‌’কে চম্‌’কে ধীর ভীরু পায়,
    পল্লী–বালিকা বন–পথে যায় একেলা বন–পথে যায়।।
    শাড়ি তার কাঁটা লতায়, জড়িয়ে জড়িয়ে যায়,
    পাগল হাওয়াতে অঞ্চল ল’য়ে মাতে —
    		যেন তার তনুর পরশ চায়।।
    শিরীষের পাতায় নূপুর, বাজে তার ঝুমুর ঝুমুর,
    কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরীতে,
    		পাখী গায় পাতার ঝরোকায়।।
    চাহি’ তা’র নীল নয়নে, হরিণী লুকায় বনে,
    হাতে তা’র কাঁকন হ’তে মাধবী লতা কাঁদে,
    		ভ্রমরা কুন্তলে লুকায়।।
    
  • পরি জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী

    বাণী

    পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
    ইরানি কিশোরী হেসে’ হেসে’।।
    চপল চটুল রঙ্গে রঙ্গিলা নৃত্য বিভঙ্গে
    চলিছে সহেলি এলোকেশে।।
    পাপিয়া পিয়া পিয়া ডকে শাখে — পিয়া পিয়া পিয়া পিয়া
    কাহারে ভালোবেসে।।
    মনে সে শিরাজির নেশা লাগায়
    আঁখি-ইঙ্গিতে গোলাপ ফোটায়।
    তারি সুরে রহি’ রহি’ বিরহীর রবাব ঝুরে
    বুলবুলি পথ ভুলি’ ইহারি লাগি’ এলো এ দেশে।।