আশাবরী মিশ্র

  • আজিকে তোমারে স্মরণ করি

    বাণী

    আজিকে তোমারে স্মরণ করি’
    মৃত্যু আড়ালে জীবন তোমার
    	ওঠে অপরূপ মহিমায় ভরি’।।
    জীবন তোমার তটিনীর মত
    বয়ে গেছে বাধা উপল-আহত
    আত্মারে রাখি চির জাগ্রত
    	অম্বরে শির রেখেছিলে ধরি’।।
    তোমার এ স্মৃতি বাসরে আমরা
    	তোমারে শ্রদ্ধা তর্পণ দানি,
    তোমার ধর্ম তোমার কর্ম
    	দিক অভিনব মহিমা আনি।
    এসো আমাদের করুণ স্মৃতিতে
    নয়নের জলে বিষাদিত চিতে
    জীবনের পরপার হতে
    	পড়ুক আশিস সান্ত্বনা বারি।।
    
  • ঝর্‌ল যে-ফুল ফোটার আগেই

    বাণী

    ঝর্‌ল যে-ফুল ফোটার আগেই তারি তরে কাঁদি, হায়!
    মুকুলে যার মুখের হাসি চোখের জলে নিভে যায়।।
    হায় যে-বুলবুল গুল্‌বাগিচায় গোলাপ কুঁড়ির গাইত গান,
    আকুল ঝড়ে আজ সে প'ড়ে পথের ধূলায় মূরছায়।।
    সুখ-নদীর উপকূলে বাঁধিল যে সোনার ঘর,
    আজ কাঁদে সে গৃহ-হারা বালুচরে নিরাশায়।।
    যাবার যারা, যায় না তারা — থাকে কাঁটা, ঝরে ফুল।
    শুকায় নদী মরুর বুকে, প্রভাত আলো মেঘে ছায়।।