বিষ্ণু-ভৈরব

  • বিষ্ণুসহ ভৈরব অপরূপ মধুর

    বাণী

    বিষ্ণুসহ ভৈরব
    অপরূপ মধুর মিলন শম্ভু মাধব।
    দক্ষিণে শঙ্কর শ্রীহরি বামে,
    মিলিয়াছে যেন রে কানু বলরামে
    দেখি এক সাথে যেন দেখি রে
    		স্বয়ম্ভু কেশব।।
    বিমল চেতনা আনন্দ মদন
    শিব-নারায়ণের যুগল মিলন,
    এক সাথে ব্রজধাম শিবলোকে
    অরূপ স্বরূপ নেহারি চোখে —  
    শোন্ রে একসাথে বেণূকার প্রণব।।