সমবেত

  • গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল

    বাণী

    গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
    অপরূপ ঘনশ্যাম নব তরুণ তমাল॥
    বিশাখার পটে আঁকা মধুর নিরুপম
    কান্ত ললিতার শ্রীরাধা প্রীতম
    রুক্মিণী-পতি হরি যাদব ভূপাল॥
    যশোদার স্নেহডোরে বাঁধা ননীচোর
    নন্দের নয়ন-আনন্দ-কিশোর
    শ্রীদাম-সুদাম-সখা গোঠের রাখাল॥
    কংস-নিসূদন কৃষ্ণ মথুরাপতি
    গীতা উদ্‌গাতা পার্থসারথি
    পূর্ণ ভগবান বিরাট বিশাল॥
    
  • চীন ও ভারতে মিলেছি আবার মোরা

    বাণী

    কোরাস্	:	চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক।
    			চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক।
    			ধরার অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে,
    			কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে।
    পুরুষ কন্ঠ	:	সহিব না আজ এই অবিচার —
    কোরাস্	:	খুলিয়াছে আজি চোখ॥
    			প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয়
    			আজি এই কথা যেন কয় —
    			মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে-ইহা কি সত্য নয় ?
    			হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল,
    			সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল।
    পুরুষ কন্ঠ	:	আমরা আনিব অভেদ ধর্ম —
    কোরাস্	:	নব বেদ-গাঁথা-শ্লোক॥
    
  • সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো

    বাণী

    সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই।
    সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই।।
    সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে,
    ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে
    সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই।।
    সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন,
    চল্লিশ কোটি মানুষ এই ভারতে
    ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই, তাই মোরা পরাধীন।
    মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার
    জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর
    পাব সাম্য, শান্তি, অন্ন, বস্ত্র পুনঃ সবাই।।