ফিল্ম-সঙ্গীত

  • আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই

    বাণী

    আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
    ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
    				উধাও হ’য়ে বই।।
    চিতা বাঘ মিতা আমার গোখ্‌রো খেলার সাথি
    সাপের ঝাঁপি বুকে ধ’রে সুখে কাটাই রাতি
    ঘূর্ণি হাওয়ার উড়্‌নি ধ’রে নাচি তাথৈ থৈ গো ‘আমি’
    				নাচি তাথৈ থৈ।।
    

    চলচ্চিত্র: ‌‘সাপুড়ে’

  • গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে

    বাণী

    গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
    ভুবন ভরি’ সেই সুরেরি সুরধুনি বয়ে যায়।।
    সেই নামেরি বাঁশির সুরে, বনে পূজার কুসুম ঝুরে
    সেই নামেরি নামাবলি, গ্রহ তারা আকাশ জুড়ে
    অন্ত বিহীন সেই নামেরি সুর-স্রোতে কে ভাসবি আয়।।
    

    চলচ্চিত্রঃ ধ্রুব (কাহিনীকার: গিরিশ ঘোষ)