হিন্দি ভজন

  • আকুল ব্যাকুল ঢুঁড়ত ফিঁরু

    বাণী

    আকুল ব্যাকুল ঢুঁড়ত ফিঁরু শ্যাম তুম বিনা রহন না জায়।
    তুম হারে কারণ সব কুছ ছোড়ি প্রীতি ছোড়ন না যায়॥
    	ক্যিউ তরসাও অন্তরযামী
    	আওয়ো মিলো কির্‌পা কর স্বামী
    নিঁদ নাহি র‍্যয় না দিন নাহি চ্যয় না, বিরহ কী আগ জ্বালায়॥
    
  • আজ বন-উপবন মে চঞ্চল

    বাণী

    আজ বন-উপবন মে চঞ্চল মেরে মনমে।
    মোহন মুরলীধারী কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
    সুনো মোহন নূপুর গুঞ্জত হ্যয় —
    বাজে মুরলী বোলে রাধা নাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
    বোলে বাঁশরি আও শ্যাম-পিয়ারি,
    ঢুঁড়ত হায় শ্যাম-বিহারী,
    বনমালা সব চঞ্চল ওড়াওয়ে অঞ্চল —
    কোয়েল সখি গাওয়ে সাথ গুণধাম কুঞ্জ কুঞ্জ শ্যাম।।
    ফুলকলি ভোলে ঘুঁঘট খোলে
    পিয়াকে মিলনকি প্রেমকি বোলি বোলে,
    পবন পিয়া লেকে সুন্দর সৌরভ —
    হাঁসত যমুনা সখি দিবস-যাম কুঞ্জ কুঞ্জ ফিরে শ্যাম।।
    
  • চঞ্চল সুন্দর নন্‌দ্‌ কুমার গোপী

    বাণী

    চঞ্চল সুন্দর নন্‌দ্‌ কুমার গোপী চিতচোর প্রেম্‌ মনোহর নওল কিশোর।
    বাজতাহি মন্‌মে বাঁশুরি কি ঝন্‌কার, নন্‌দ্‌ কুমার নন্‌দ্‌ কুমার নন্‌দ্‌ কুমার।।
    শ্রবণ-আনন্দ্‌ বিছুয়া কি ছন্দ রুনুঝুনু বোলে
    নন্দ্‌কে আঙ্গ্‌নামে নন্দন চন্দ্রমা গোপাল বন্‌ ঝুমত্‌ ঝুমত্‌ ডোলে,
    ডগমগ ডোলে, রাঙ্গা পাঁউ বোলে লঘু হোকে বিরাট ধরতী কা ভার।।
    রূপ নেহারনে আয়ে লূকছুপ্‌ দেওতা
    কোই গোপ গোপী বনা কোই বৃকশ লতা,
    নদী হো বহে লাগে আনন্দ্‌কে আঁসু যমুনা জল সুঁ —
    প্রণতা প্রকৃতি নিরালা সাজোয়ে, পূজা কর্‌নে কো ফুল লিয়ে আয়ে বন্‌ডার।।
    
  • জাগত সোওত আঁঠু জাম

    বাণী

    জাগত সোওত আঁঠু জাম রাহত প্রভু মনমে তুমহারে ধ্যান।
    রাত আধেঁরি মে চাঁদ সমান প্রভু উজ্জ্বল কর মেরা প্রাণ।।
    এক সুর বোলে ঝিওর সারি রাত
    এ্যায়সে হি জপত হুঁ তেরা নাম হে নাথ,
    রুম রুম মে রম রহো মেরে এক তুমহারা গান।।
    গয়ি বন্ধু কুটুম স্বজন
    ত্যজ দিনু ম্যায় তুমহারে কারণ,
    তুমহো মেরে প্রাণ-আধারণ, দাসী তুমহারী আন।।
    
  • তুম প্রেমকে হো ঘনশ্যাম

    বাণী

    তুম প্রেমকে হো ঘনশ্যাম ম্যায় প্রেম কি শ্যাম-প্যায়ারী।
    প্রেমকা গান তুমহারে দান ম্যায় হুঁ প্রেম-ভিখারি।।
    	হৃদয় বিচমে যমুনা তীর
    	তুমহারি মুরলী বাজে ধীর,
    নয়ন নীর কি বহত যমুনা প্রেম সে মাতোয়ারী।।
    যুগ যুগ হোয়ে তুমহারি লীলা মেরে হৃদয় বনমে,
    তুমহারে সুন্দর-মন্দির মোহন সোহত মেরে মনমে।
    	প্রেম-নদী নীর নিত বহি যায়
    	তুমহারে চরণ কো কবহুঁ না পায়,
    রোয়ে শ্যাম-প্যায়ারী সাথ ব্রিজনারী আও মুরলীধারী।।
    
  • মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম

    বাণী

    মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম শ্রীকৃষ্ণহি তন-মন-প্রাণ।
    সব্‌সে নিয়ারে পিয়ারে শ্রীকৃষ্ণজী নয়নুঁকে তারে সমান॥
    দুখ সুখ সব শ্রীকৃষ্ণ মাধব কৃষ্ণহি আত্মা জ্ঞান
    কৃষ্ণ কণ্ঠহার আঁখকে কাজর কৃষ্ণ হৃদয়মে ধ্যান
    শ্রীকৃষ্ণ ভাষা শ্রীকৃষ্ণ আশা মিটায়ে পিয়াস উয়ো নাম (মেরে)
    স্বামী-সখা-পিতা-মাতা শ্রীকৃষ্ণজী ভ্রাতা-বন্ধু-সন্তান॥
    
  • শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও

    বাণী

    শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও আও।
    হৃদয়-কুঞ্জমে রাধা নাম কি বন্‌শী শুনাও শুনাও।।
    	বহতা যমুনা নয়ন-নীরকে
    	আও শ্যাম ওহি যমুনা তীরপে,
    বয়ঠি বনঠন ভক্তি-গোপীন কাহে তুম বিল্‌মাও আও আও।।
    চঞ্চল মোহন চরণ-কমল পে নুপুর বাজাও,
    প্রীতি চন্দন মনকে মেরে লেকে অঙ্গ সাজাও।
    	বিরহ কি মৌর পাপিহা বোলে
    	প্রেম কি নাইয়া ডগমগ ডোলে,
    আও কানাইয়া রাস রচাইয়া মধুর সুরত দেখ্‌লাও, আও আও।।