হিন্দি কাজরী

  • ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্‌ ঝোরে

    বাণী

    ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্‌ ঝোরে, দেখো সখি চম্পা লচ্‌কে
    	বাদরা গরজে দামিনী দমকে
    আও বৃজকি কোঙারী ওড়ে নীল সাড়ি,
    	নীল কমল-কলিকে পহনে ঝুমকে।।
    হায়রে ধান কি লও মে হো বালি
    ওড়নী রাঙাও সতরঙ্গী আলি,
    ঝুলা ঝুলো ডালি ডালি।
    আও প্রেম কোঙারী মন ভাও,
    প্যারে প্যারে সুরমে শাওনী সুনাও।
    রিমঝিম রিমঝিম পড়তে কোয়ারে
    সুন্‌ পিয়া পিয়া কহে মুরলী পুকারে,
    	ওহি বোলী সে হিরদয় খটকে।।