কাশ্মিরী খেম্‌টা

  • রেশ্‌মি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে

    বাণী

    রেশ্‌মি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা
    পথের মাঝে চম্‌কে’ কে গো থম্‌কে’ যায় ঐ শরম-নতা।।
    	কাঁখ-চুমা তার কলসি-ঠোঁটে
    	উল্লাসে জল উল্‌সি’ ওঠে,
    	অঙ্গে নিলাজ পুলক ছোটে
    			বায় যেন হায় নরম লতা।।
    অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশিকে
    হান্‌লে দিঠি পিয়াস-জাগা পথ্‌বালা এই উর্বশীকে!
    	শূন্য তাহার কন্যা হিয়া
    	ভর্‌ল বঁধুর বেদ্‌না নিয়া,
    	জাগিয়ে গেল পর্‌দেশিয়া
    			বিধুর বধূর মধুর ব্যথা।।