খাম্বাবতী

  • আজি নন্দলাল মুখচন্দ নেহারি

    বাণী

    আজি নন্দলাল মুখচন্দ নেহারি
    অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥
    বকুল-বন হরষে ফলদল বরষে
    গাহে রাধা শ্যাম নাম হরি-চরণ হেরি শুকসারি॥
    
  • ঝিল্লি-নূপুর বাজে

    বাণী

    ঝিল্লি-নূপুর বাজে।
    বিভাবরী নাচে বন-শবরী সাজে।।
    তিমির কুন্তলে তারার ফুল দোলে
    চাঁদের চন্দন-ফোঁটা ললাট-মাঝে।।
    দোলে নদী-জল অঞ্চল ধীরে
    বন-বেণী দোলে চঞ্চল-সমীরে।
    জাগে দুরন্ত নিশীথ-বসন্ত
    ঘুমন্ত নববধূ রেঙে ওঠে লাজে।।